Home আন্তর্জাতিক চন্দ্রযান-৩: অগাস্টেই যাত্রা চাঁদের পথে

চন্দ্রযান-৩: অগাস্টেই যাত্রা চাঁদের পথে

বেঙ্গালুরু: চন্দ্রযান-৩ ল্যান্ডারের ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। চলতি বছরের অগাস্টে চন্দ্রযান-৩ চাঁদের পথে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। ‘স্পেস অন হুইলস’ নামে একটি ডকুমেন্টারিতে চন্দ্রযান-৩-এর প্রথম ছবি প্রকাশ করেছে ইসরো। সম্প্রতি ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান-৩-এর প্রপালশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। যা এ বছরের অগাস্টে চালু হবে বলে আশা করা হচ্ছে।

২০২০ সালে চালু হওয়ার কথা ছিল চন্দ্রযান-৩-এর। তবে করোনা পরিস্থিতির জেরে তা পিছিয়ে যায়। তবে প্রস্তুতি জারি ছিল। এর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ প্রকল্পে বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ভেঙে পড়ে। তাই ইসরোর তরফে চন্দ্রযান-৩ প্রকল্প হাতে নেওয়া হয়। চন্দ্রযান-৩ ল্যান্ডারের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা রয়েছে।