Home Third Lead চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান ৩

চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান ৩

বিজনেসটুডে২৪ ডেস্ক

চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান ৩। এবার রীতিমতো টেনশনে রয়েছে ইসরো। কারণ এই সময়টা এতই সংবেদনশীল, যে সামান্য ভুলেই ব্যর্থ হতে পারে ল্যান্ডিং। ভেস্তে যেতে পারে গোটা অভিযান। তার মধ্যেই রবিবার রাতে সুখবর এল। প্রথম চাঁদকে দেখতে পেল চন্দ্রযান, শুধু তাই নয়, গা ঘেঁষে থাকা অবস্থায় চাঁদের ছবিও (Image Of Moon) তুলল ভারতের গর্বের মহাকাশযান চন্দ্রযান-৩ (Chandrayaan-3)।

এই প্রথম এত কাছ থেকে চাঁদের যে চেহারা ধরা পড়ল চন্দ্রযানের ক্যামেরায় (Image Of Moon), তা প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

চাঁদের ছবি-সহ একটি ভিডিও পোস্ট করে ইসরো টুইট করে লেখে, ‘চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদ। ৫ অগস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় তোলা ছবি’। শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। সেই সময়ই ওই ছবি তোলা হয় বলে জানানো হয়েছে ইসরোর তরফে।

ইসরোর পোস্ট করা ৪৪ সেকেন্ডের ভিডিও-তে দেখা যাচ্ছে, ধূসর গোলকের মতো চাঁদ। তার গায়ের এবড়ো খেবড়ো জমি, বড় বড় গহ্বরগুলিও স্পষ্ট ধরা পড়েছে।

ইসরো আগেই জানিয়েছিল, ৫ থেকে ২৩ বা ২৪ অগস্ট পর্যন্ত সময়টা এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চন্দ্রযানকে। কারণ এই সময়টায় চাঁদের অভিকর্ষজ টান সহ্য করে চাঁদের দিকে এগিয়ে যেতে পারলেই সাফল্যের অনেকটা সিঁড়ি অতিক্রম করে যাবে চন্দ্রযান-৩। আর কোনও কারণে তা যদি না হয়, তাহলে চাঁদে হয় মুখ থুবড়ে গিয়ে পড়বে চন্দ্রযান অথবা চাঁদের পাশ দিয়ে ছিটকে মহাশূন্যে হারিয়ে যাবে।

তবে এই টেনশনের মধ্যেই প্রথম ছবি পাঠিয়ে দিল চন্দ্রযান ৩। খানিক চিন্তামুক্ত করল সকলকে।

শনিবারই ইসরোর তরফে টুইটে জানানো হয়েছে, “চাঁদের মাধ্যাকর্ষণ অনুভব করছে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে সফল ভাবে ঢুকে পড়েছে চন্দ্রযান-৩। বেঙ্গালুরু মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) ISTRAC থেকে এই মিশন সফল হয়েছে। পরবর্তী অপারেশন – কক্ষপথ হ্রাস ৬ অগস্ট ২০২৩ রাত ১১টায়।”

ইসরো তরফে আরও জানানো হয়েছে, চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চলতি সপ্তাহেই প্রবেশ করবে মুন স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে। এরপরই আসবে জটিল একটি পর্ব। চাঁদের কক্ষপথে নিক্ষেপ করার সেই পর্বে ধীরে ধীরে কমিয়ে আনা হবে চন্দ্রযান ৩-এর গতিবেগ। চন্দ্রযান ৩ ইতিমধ্যেই চাঁদের বলয়ে (স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স) প্রবেশ করেছে। এটি চন্দ্রপৃষ্ঠ থেকে ৬২ হাজার ৬৩০ কিলোমিটার উচ্চতায় আছে।  চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় ঢুকে পড়েছে তৃতীয় চন্দ্রযান। এই পর্বে গতি নিয়ন্ত্রণ করতে না পারলেই বিপদ।

সব ঠিক থাকলে ২৩ তারিখ বিকেল ৫.৪৭ মিনিটে চন্দ্রযানের ঐতিহাসিক অবতরণ হওয়ার কথা। চাঁদের চারটি কক্ষপথ পার করে ধীরে ধীরে চন্দ্রপৃষ্ঠের ৩০ কিলোমিটার উপর থেকে হাল্কা পালকের মতো ২০ মিনিট ধরে চাঁদের পিঠে নামবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। এই সফ্ট ল্যান্ডিং সফল হলেই চাঁদের বুকে ভারতের জয়যাত্রার ইতিহাস রচিত হবে। বিক্রম ল্যান্ড করার পরে তার পেটের ভেতর থেকেই বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে খনিজ, নুড়ি-পাথর কুড়োবে সে। চন্দ্রপৃষ্ঠে এঁকে দেবে অশোক স্তম্ভ ও ইসরোর প্রতীক চিহ্ন।