বিজনেসটুডে২৪ প্রতিনিধি
গাজীপুর: রবিবার রাত ৮ টার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় বাসটিতে আগুন দেয়া হয়েছে। বাসটি পুড়ে গেছে। তবে, কেউ হতাহত হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌরভ মিয়া জানিয়েছেন, আগুনের সংবাদ পেয়ে তাদের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে এবং দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জুবায়ের জানান, বাসটি থামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীরা অবিলম্বে নেমে আত্মরক্ষা করেন। আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।