Home আন্তর্জাতিক শেষ মুহূর্তে বাতিল হল নাসার চন্দ্রাভিযান

শেষ মুহূর্তে বাতিল হল নাসার চন্দ্রাভিযান

বিজনেসটুডে২৪ ডেস্ক

সব প্রস্তুতি হয়ে গিয়েছিল। অভিযান শুরুর ঘড়িও চলতে শুরু করেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে বাতিল হল নাসার (NASA) আর এক যুগান্তকারী চন্দ্রযানের (SLS Rocket) উৎক্ষেপণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আজকের জন্য এই উৎক্ষেপণ বাতিল করা হচ্ছে। এই অভিযানের নাম ‘আর্টেমিস ১’ (Artemis-I Moon Mission)।

ফের কবে চন্দ্রযান উৎক্ষেপণ করা হবে? জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর সমস্যা কাটিয়ে এই অভিযান শুরু করা হতে পারে। যদি ওইদিনও সম্ভব না হয় তো ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হতে পারে। এদিন উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হওয়ার কিছু সেকেন্ড পরেই দেখা যায়, এই চন্দ্রযানের একটি ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ তা বন্ধ করে দেওয়া হয়।

৫০ বছর আগে নাসা চন্দ্রাভিযানের অংশ হিসেবে অ্যাপোলো পাঠায় চাঁদে। গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সেই অভিযান। প্রায় ৫০ বছর পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি ফের চন্দ্রাভিযানের চিন্তাভাবনা শুরু করে। সেই চিন্তারই ফসল ‘আর্টেমিস ১’।

নাসার তৈরি এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও বড় মহাকাশ যান হল এসএলএস রকেট। এই রকেট একটি ক্যাপসুল বহন করবে, যার নাম ওরিয়ন। মাটি স্পর্শ না করেই চাঁদের চারপাশে ঘুরবে সেটি। যদিও প্রথম পর্যায়ে এসএলএস রকেটে কোনও মানুষ থাকবেন না। তবে এই অভিযানের নীল নকশা থেকে স্পষ্ট যে, পরবর্তী সময়ে এসএলএস রকেট ও ওরিয়নের সাহায্যে মহাকাশচারীরা চাঁদের বৃত্তে পৌঁছে যেতে পারবেন।

নাসার লক্ষ্য, চাঁদে নতুন প্রযুক্তির পরীক্ষা করা। যদিও সেই প্রযুক্তিকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। এসএলএস রকেট ও ওরাইয়নের পারফরমেন্স দেখার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল নাসার তরফ থেকে।