পথচারী নিহত, আহত ২৫
স্থানীয়রা জানান, তাহিরপুরের বাগলী ও বড়ছড়া শুল্ক স্টেশন থেকে কয়লা, পাথরসহ বিভিন্ন মালবাহী ট্রাক ও লরিগাড়ি মহিষখলা বাজারের ওপর দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাতায়াত করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান হযরত আলীর নেতৃত্বে এসব ট্রাক থেকে চাঁদা আদায় করা হয়।
মোক্তার হোসেন ও হযরত আলী একে অপরের চাচাতো ভাই। গত কয়েকদিন ধরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সিকদার ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কর্মী হারুন মিয়া এ চাঁদাবাজি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দু’গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে হজরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে। এতে হারুন গ্রুপ পালিয়ে যায়। মাগরিবের নামাজের পর হারুন গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মহিষখলা বাজারে হজরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
এই বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ জন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।