Home সারাদেশ চাঁ’নবাবগঞ্জ সদর থানার এসআই নুর নিহত

চাঁ’নবাবগঞ্জ সদর থানার এসআই নুর নিহত

এসআই নুর
বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই নূর ইসলাম (৪০) রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকায় সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। গোদাগাড়ী থানার পুলিশ  গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়ে ছিল। হেলমেটটি ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এসআই নূর ইসলাম গাছে ধাক্কা খেয়েছেন। এতে হেলমেট ভেঙে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
তবে এই এসআইয়ের মৃত্যু কীভাবে হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। ওসি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিহত এসআইয়ের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাফফর হোসেন জানান এসআই নূর ইসলাম গত কয়েক দিন ধরে ছুটিতে ছিলেন।
গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি এবং তার মৃত্যু রহস্যময় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।