বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের নাম ও ছবি ব্যবহার করে গত কয়েক দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভুয়া (ফেইক) আইডি (একাউন্ট) খুলে বিভিন্ন ছবি ও পোস্ট শেয়ার হচ্ছে জানিয়ে জেলা পুলিশের একমাত্র অফিসিয়াল ফেইসবুক আইডি-তে পোস্ট দিয়ে জানানো হয়েছে।
মঙ্গলবার জেলা পুলিশের ফেইসবুক পোস্টে সকলের জ্ঞাতার্থে বিষয়টি জানানো হয়। ওই পোস্টে, পুলিশ সুপারের নিজস্ব একমাত্র আইডি’র লিংক দিয়ে বলা হয়, এটি ছাড়া পুলিশ সুপারের অন্য কোন ফেইসবুক আইডি নেই। এছাড়া ওই পোস্টে ভূয়া আইডি’র দু’টি স্ক্রিনশট সংযুক্ত (এটাচ) করে অনুরোধ করা হয়, ভূয়া আইডি থেকে কোন ধরণের পোস্ট বা ছবি বা আর্থিক লেনদেনের কোন প্রকার ম্যাসেজ বা কল দিলে তা নিয়ে বিভ্রান্ত না হতে।
এদিকে জেলা পুলিশের ফেইসবুক আইডি’র এই সতর্কতামূলক পোস্টের নিচে পুলিশ কর্মকর্তাসহ অনেকেই অভিযোগ (কমেন্ট) করেছেন, ভূয়া আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। অনেকে আবার সেই রিকোয়েস্ট গ্রহণও (একসেপ্ট) করছেন।
এ ব্যাপারে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি তার নাম ও ছবি ব্যবহার করে ভূয়া ফেইসবুক আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূয়া আইডি’র বিষয়টি তার নজরে রয়েছে।
এ ব্যাপারে সতর্ক করার জন্য সকলের অবগতির স্বার্থে জেলা পুলিশের ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে জানানো হয়েছে। ওই ভূয়া আইডি’র ব্যাপারে খোঁজ করা হচ্ছে বলেও জানান তিনি। তবে বিষয়টি জটিল বলেও জানান তিনি।