চাঁপাইনবাবগঞ্জ থেকে বদিউজ্জামান রাজাবাবু: রেলক্রসিং দিয়ে চলাচল বন্ধের প্রতিবাদে বিদিরপুর মোড়ে স্থানীয় জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলগেট থেকে মহাডাঙ্গা পর্যন্ত রাস্তায় জনসাধারণের চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী শেখ আল আমিন জানান, রেল দুর্ঘটনা এড়াতে চাঁপাইনবাবগঞ্জ রেলগেট থেকে মহাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি উর্দ্ধতন কর্মকর্তার চিঠির প্রেক্ষিতে বন্ধ করা হচ্ছে।
রবিবার বেলা ১২ টায় পৌর এলাকার ব্যানারে বিদিরপুর মোড়ে রেল লাইনের ওপরে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ফাতিমা জিনিয়া, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জু, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু আহমেদসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের নেতারা।
তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেলগেট থেকে মহাডাঙ্গা পর্যন্ত রেল লাইনের রাস্তা দিয়ে গত ৪০ বছর ধরে লোকজন যাতায়াত করে আসছেন। রেলকর্তৃপক্ষ সেই রাস্তার বিভিন্ন স্থানে কংকিট শ্লিপার ফেলে রাস্তা বন্ধের প্রাথমিক উদ্যোগ নিয়েছে। আর এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে এই মানববন্ধনের ডাক দেয়। তারা আরো বলেন, এই রাস্তাটি বন্ধ হলে পৌর এলাকার ১ নং, ২ নং ও ৩ নং ওর্য়াডসহ পৌরবাসী বিপাকে পড়বে। জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।