Home Second Lead চান্দগাঁও আবাসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

চান্দগাঁও আবাসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা প্রতিপালন করে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা (বি-ব্লক)জামে মসজিদে।

বিপুল সংখ্যক মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। মসজিদের ভিতরে সবখানে, সংলগ্ন ঈদগাহ ময়দান, পার্শ্ববর্তি সড়কপথ পর্যন্ত ভর্তি হয়ে যায়।নামাজ আদায়ের জন্য সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে থাকেন। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ পাঞ্জাবি-পায়জামা-টুপি ও মাস্ক পরে জায়নামাজ নিয়ে দলে দলে আসেন।

সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হয়েছে এখানে। ইমামতি করেন মসজিদের খতিম প্রফেসর ড. নেজামু্দ্দিন।

 নামাজ শেষে মহান আল্লাহর দরবারে মোনাজাতে শামিল হন মুসল্লিরা। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা এবং করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি চাওয়া হয়। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

নামাজ শেষে মুসল্লিরা সংলগ্ন কবরস্থানে গিয়ে ফাতেহা পাঠ করেন এবং একে অপরের সাথে দূরত্ব বজায় রেখে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।