Home অন্যান্য চান্দগাঁও আবাসিক মসজিদে ইনফ্রারেড থার্মোমিটার দিলো কাশেম-নুর ফাউন্ডেশন

চান্দগাঁও আবাসিক মসজিদে ইনফ্রারেড থার্মোমিটার দিলো কাশেম-নুর ফাউন্ডেশন

চট্টগ্রাম: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের মুসল্লিদের সুরক্ষায় জীবানুনাশক টানেলের পর এবার যুক্ত হলো স্বয়ংক্রিয় ইনফ্রারেড থার্মোমিটার।

মসজিদে যারা নামাজ পড়তে আসবেন তাদের স্পর্শ ছাড়া দেহের তাপমাত্রা পরিমাপ করে অনায়াসে বের করে দেবে ইনফ্রারেড থার্মোমিটার।

তাও দিয়েছে কাশেম-নুর ফাউন্ডেশন। রবিবার তা হস্তান্তর করা হয়েছে । আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যালয়ে যাতায়াতকারীদের সুরক্ষায়ও  স্বয়ংক্রিয় ইনফ্রারেড থার্মোমিটার দিয়েছে কাশেম-নুর ফাউন্ডেশন।

কল্যাণ সমিতি কার্যালয়ে নিরাপত্তা প্রহরীদের তাপমাত্রা পরীক্ষা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটারে

আবাসিক এলাকার জনসাধারণ এরজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরীর প্রতি। তিনি জানান, ফাউন্ডেশনের অনুরূপ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। ইতঃপূর্বে মসজিদে জীনানু নাশক টানেল দেয়া হয়েছে কাশেম-নুর ফাউন্ডেশন-েএ পক্ষ থেকে। মুসল্লিদের আরও সুরক্ষায় এবার দেয়া হলো স্বয়ংক্রিয় ইনফ্রারেড থার্মোমিটার।