বিজনেসটুডে২৪ ডেস্ক: চায়না-ইউরোপ প্রথম সরাসরি কন্টেইনার জাহাজ শুক্রবার সকালে উত্তর জার্মানির উইলহেল্মশেভেনে পৌঁছেছে। চীনের চ্যচিয়াং প্রদেশের নিংপো শহরের চৌশান বন্দর থেকে জাহাজটি যাত্রা করে।
জাহাজটি পৌঁছতে সময় লেগেছে ২৬ দিন। যেসব জাহাজ ঘুরপথে যায় সেগুলোর সময় লাগে প্রায় ৪৫ দিন। কাওয়া নিংবো জাহাজটি মোট ১৭০০ কন্টেইনার বোঝাই পণ্য নিয়ে গেছে চিন থেকে।