বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বোরোর ভরা মৌসুমে চালের দামবৃদ্ধি পাওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কেউ অবৈধভাবে চাল মজুত করলে তাদের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
সোমবার (৩০ মে) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে মার্কেট মেকানিজম নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে চাল ও তেল নিয়ে বেশি আলোচনা হয়। ভরা মৌসুমে চালের দাম কেন বেশি? বাজার জরিপ করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি বলেন, খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, খাদ্য সচিব, বাণিজ্য সচিব ও কৃষি সচিবকে দ্রুত বসে মার্কেট সার্ভে (বাজার জরিপ) করে, বিষয়গুলো দেখতে বলা হয়েছে।
ভোজ্যতেলের মতো চালেরও অবৈধ মজুত করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজন হলে চালের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।