চট্টগ্রাম: করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নগরীতে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে চিটাগাং চেম্বার ।
১ এপ্রিল এ ভ্রাম্যমান কার্যক্রম চালু করা হয়। করোনা বিস্তার রোধে চলমান পরিস্থিতিতে সাধারণ ও স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে এ কার্যক্রম শুরু করেছে চিটাগাং চেম্বার।
প্রতি কেজি চাল (আতপ/সিদ্ধ) ২০ টাকা, মসুরের ডাল ৪০ টাকা, আলু ১০ টাকা এবং লবন ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দেশব্যাপী সাধারন ছুটি চলাকালীন সময়ে পর্যায়ক্রমে গোলাম রসুল মার্কেট, আলকরণ, কাজীর দেউরী, কালা মিয়া বাজার, দেওয়ান বাজার, ঝাউতলা বাজার, বায়েজিদ (এম আলম সিএনজি)সহ নগরীর বিভিন্ন স্থানে গাড়ীতে করে চেম্বারের ভ্রাম্যমান এ বিক্রয় কার্যক্রম চলবে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন, সিএমপি ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি ভোগ্যপণ্য ক্রয়ে আগত ক্রেতা সাধারনকে একে অন্যের থেকে নিরাপদ দূরত্ব নিশ্চিত করাসহ সর্বোপরি সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্ববান জানান।
চেম্বার সভাপতি দেশের বিত্তবান, ব্যবসায়ী ও শিল্পপতিদেরকেও এ ধরনের কার্যক্র্মে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কোনরূপ অযৌক্তিক দ্রব্যমূল্য বৃদ্ধি করা থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি ।
-সংবাদ বিজ্ঞপ্তি