Home Second Lead চাল পাচারের সময় আটক, ১৫ দিনের কারাদণ্ড

চাল পাচারের সময় আটক, ১৫ দিনের কারাদণ্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সময় জনতার হাতেনাতে ধরা পড়লেন ডিলারের ম্যানেজার। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।

দেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে এই ঘটনা ঘটে সোমবার দুপুরে। ৬ বস্তা চাল পাচারের সময় জনতা ডিলার মোতাহার হোসেনের ম্যানেজার সুলতান মাহমুদকে আটক করে। গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে তিনি ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুলতানকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। এসময় ডিলার মোতাহার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আজকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়  দিওড় ইউনিয়নে মানুষের মাঝে চাল বিতরণের তারিখ ছিল। চুরি করে নিয়ে যাওয়ার সময় সুলতান মাহমুদকে আটক করা হয়।

এই ঘটনায় মোতাহার হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।  খাদ্য বিভাগ তার বিরুদ্ধে মামলা করছে।