হিলি থেকে নুরুজ্জামান হোসেন: চালের আমদানি শুল্ক ২৫ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলেও কাগজপত্রের জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে চাল খালাসে অচলাবস্থা তৈরি হয়েছে।
চাল খালাসের জন্য সোমবার সকাল থেকেই হিলি কাস্টমসে বিলঅবএন্ট্রি সাবমিট করতে গেলেও কাস্টমসের সম্মতি না মেলায় এন্ট্রি দিতে পারছেনা সিআ্যন্ডএফ এজেন্টরা। ফলে বন্দরের অভ্যন্তরে কয়েক দিন ধরে আটকে থাকা চাল নিয়ে বিপাকে পড়েছেন তারা।
তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, কাস্টমসের উপ-কমিশনার যোগদানের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া নতুন এই শুল্কের সুবিধা নিতে হলে ব্যবসায়ীদের নতুন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নেওয়ার কথাও বলছেন তারা।
চাল আমদানি করে লোকসান হওয়ায় শুল্ক ছাড়ের আশায় ২০ থেকে ২৫ দিন ধরে চাল খালাস না নেওয়ায় বন্দরের অভ্যন্তরে ২৭১ ট্রাক চাল রয়েছে। তাতে বন্দরের অভ্যন্তরে বড় ধরনের পণ্যজট তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।