Home Second Lead পাকিস্তান থেকে চালের দ্বিতীয় চালান পৌঁছেছে

পাকিস্তান থেকে চালের দ্বিতীয় চালান পৌঁছেছে

সংগৃহীত ছবি।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: সরকারি চুক্তির আওতায় পাকিস্তান থেকে চালের দ্বিতীয় চালান পৌঁছলো আজ মঙ্গলবার। এই চালানে ২৬, ৩১৩ টন চাল রয়েছে। 

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, সেন্টভিনসেন্ট পতাকাবাহী জাহাজ মরিয়াম পাকিস্তান থেকে চালের দ্বিতীয় চালানটি নিয়ে বহির্নোঙরে পৌঁছেছে। এই চাল শিপমেন্ট হয়েছে পোর্ট কাসিম থেকে। চালের নমুনা সংগ্রহ এবং রাসায়নিক পরীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে দুয়েকদিনের মধ্যে এই চাল খালাস শুরু হবে।

পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির ব্যাপারে সম্প্রতি ঢাকায সরকারি পর্যায়ে যে সমঝোতা স্মারক সই হয় তার আওতায় প্রথম চালানটি  নিয়ে পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন-এর বাল্ক ক্যারিয়ার এমভি সিবি পৌঁছে গত ৫ মার্চ। বন্দরের ৬ নম্বর জেটিতে সেটা থেকে চাল খালাস করা হচ্ছে। আগামীকাল এটা মোংলার উদ্দেশ্যে নোঙর তুলবে। অবশিষ্ট চাল সেখানে নামানো হবে। ভারত থেকে আমদানি করা চাল নিয়ে আসা জাহাজ ফু তান সাইলো জেটিতে রয়েছে। চাল খালাস শেষে এটা ১৪ মার্চ চট্টগ্রাম ত্যাগ করবে।

ভারত থেকে সাড়ে ২২ হাজার টন চাল নিয়ে আর একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। আগামীকাল বেলিজ পতাকাবাহী এই জাহাজটি বহির্নোঙরে পৌঁছবে। ভিয়েতনাম থেকে একটি জাহাজ আসছে। সাড়ে ১২ হাজার টন চাল রয়েছে জাহাজটিতে। ভিয়েতনাম থেকে আরও একটি জাহাজ চাল নিয়ে পথে রয়েছে। ১৭ মার্চ জাহাজটি পৌঁছার সূচি রয়েছে। ১৬ হাজার টন চাল নিয়ে আসছে জাহাজটি।

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনকারী দেশ হওয়া  সত্ত্বেও প্রতিবছর বিপুল পরিমাণ চাল অন্য দেশ থেকে কিনতে হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ দুই লাখ টন চাল আমদানি করেছিল। সেগুলো আনা হয়েছিল ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মিয়ানমার থেকে। এবারও এসব দেশ আমদানি হচ্ছে। সেইসঙ্গে বাংলাদেশে চাল রপ্তানিকারক দেশেসমূহের তালিকায়  এবারে যুক্ত হয়েছে পাকিস্তান।