অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মুম্বইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই জুটি। দুজনেই জানান যে, বিগত ১৮ মাস ধরে আলাদা থাকছেন তাঁরা। শুধু তাই নয়, দুজনে প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেওয়ার কারণও।
এবিপি নিউজের প্রতিবেদন অনুযায়ী, চাহাল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পিবারে। বিচারক প্রথমে দু’জনকেই কাউন্সিলরের কাছে পাঠান। যা প্রায় ৪৫ মিনিট ধরে চলে এবং এই সেশন শেষ হওয়ার পরে, বিচারক তাঁদের উভয়কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন।
জানা গিয়েছে, বিচারক যখন ধনশ্রী ও যুজবেন্দ্রকে জিজ্ঞাসা করেন, তাঁরা পরস্পরের সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না. তাতে দুজনেই সম্মতি দেন। প্রসঙ্গত, আমাদের দেশে বিবাহবিচ্ছেদের জন্য দম্পতিকে ১ বছরের বেশি সময় একে-অপরের থেকে আলাদা থাকা প্রয়োজন। যাতে এই জুটি জানানযে, গত ১৮ মাস ধরে তাঁরা আলাদাই থাকছেন।
বিচারক ধনশ্রী ও যুজবেন্দ্রকে বিচ্ছেদের কারণ জিজ্ঞাসা করলে দু’জনেই জানান, বোঝাপড়ার অভাবের কারণেই দু’জনেই একে অপরকে ডিভোর্স দিতে চান। প্রশ্নোত্তর শেষে বিচারক বলেন, আজ থেকে দুজনেই আর স্বামী-স্ত্রী নন।
যুজি আর ধনশ্রীর বিচ্ছেদের খবর সামনে আসে, যখন দেখা যায় সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন এই দম্পতি। শুধু তাই নয়, চাহালের পদবিও মুছে ফেলেন ধনশ্রী। সঙ্গে ক্রিকেটার তাঁদের যৌথ ছবিও সরিয়ে ফেলেন। সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি নেটপাড়ার।
এদিকে, দিনকয়েক ধরে খবর আসছে যে, ডিভোর্সের পর খোরপোশ হিসেবে স্ত্রীকে ৬০ কোটি টাকা দিয়েছেন ক্রিকেটার। যদিও দুই পক্ষের আইনজীবী এই নিয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই ধনশ্রীর উপর চটে নেটিজেনরা। এমনকী, ‘গোল্ড ডিগার’, ‘স্বার্থপর’-এর মতো মন্তব্যও করতে থাকে লোক পেশায় ডাক্তার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধনশ্রীকে নিয়ে।
কদিন আগে বিতর্কের মেঘ কাটাতে চাহাল ইনস্টাগ্রামে লেখেন, ‘একজন ছেলে, একজন ভাই এবং একজন বন্ধু হিসাবে, আমি বিনীতভাবে সবাইকে জল্পনায় লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এগুলো আমাকে এবং আমার পরিবারকে প্রচুর কষ্ট দিয়েছে।’ আর লক্ষণীয় যে, নিজেকে স্বামীর পরিচয় দেওয়া থেকে বিরতই ছিলেন তিনি। সেই সময়, যুজি-র নতুন সম্পর্ক ঘিরে সরগরম হয়েছিল নেটপাড়া।
২০২০ সালের ২২ ডিসেম্বর গুরগাঁওয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন ধনশ্রী ও যুজবেন্দ্র চাহাল। সেই বছরেরই অগস্ট মাসে দুজনের বাগদান হয়।
তবে ডিভোর্সের আইনি প্রক্রিয়ার খবর মিললেও, খোরপোশের ৬০ কোটি নিয়ে এখনও কোনো অফিসিয়াল খবর মেলেনি।
ধনশ্রী পেশায় একজন দন্ত চিকিৎসক এবং কোরিওগ্রাফার যিনি রিয়েলিটি শো, ঝলক দিখলা জা-তে অংশ নিয়েছেন। সুন্দরী বউকে বিয়ে করায়, একসময় চেহারা নিয়ে কম কটাক্ষ সহ্য করতে হয়নি চাহালকে। তবে, সেই সময় হাতে হাত রেখে সামলেছিলেন সবটা। হামেশাই বউয়ের সঙ্গে রিল বানাতেন চাহাল। রোম্যান্টিক মুডেও ফোটো আসত অহরহ। তবে এখন সবই অতীত। চার বছরেই শেষ দুজনের রূপকথার বিবাহ-সফর।