Home Third Lead চিকিৎসাবিদ্যায় নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

চিকিৎসাবিদ্যায় নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

বিজনেসটুডে২৪ ডেস্ক

উত্তাপ ও স্পর্শ কীভাবে প্রাণিদেহে স্নায়ুতন্ত্রের ওপরে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণা করেছিলেন দুই মার্কিন বিজ্ঞানী। সোমবার ওই দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরদেম পাতাপোউশিয়ান যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন। নোবেল কমিটির জুরিরা জানিয়েছেন, “ওই দুই বিজ্ঞানী যুগান্তকারী গবেষণা করেছেন। তাঁদের জন্য আমরা বুঝতে পেরেছি, কীভাবে উত্তাপ, শৈত্য এবং যান্ত্রিক শক্তি স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং কোন পদ্ধতিতে আমরা বাইরের জগতের সঙ্গে মানিয়ে নিই।”
পরে জুরিরা বলেন, “আমরা দৈনন্দিন জীবনে নিয়মিত তাপ বা শৈত্য অনুভব করি। কিন্তু কীভাবে আমাদের স্নায়ু তাতে সাড়া দেয়, তা নিয়ে ভাবি না। এবছর যাঁরা নোবেল পুরস্কার পেয়েছেন, তাঁরা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন।”
নোবেল পুরস্কারের মূল্য ১১ লক্ষ ডলার বা ৮১ কোটি ৭৫ লক্ষ ৭৩৫ টাকা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক জুলিয়াস এবং ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চের অধ্যাপক পাতাপোউশিয়ান ওই অর্থ ভাগ করে নেবেন।
গতবছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন ভাইরোলজিস্ট। তাঁরা হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেছিলেন। এই প্রথমবার বিশ্ব জুড়ে কোভিড অতিমহামারীর মধ্যে নোবেল পুরস্কার প্রাপকদের মনোনয়ন করা হয়েছে। সাধারণত প্রতিবছর জানুয়ারির মধ্যে পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারিতে যখন নোবেল প্রাপকদের বেছে নেওয়া হয়েছিল, তখনও অতিমহামারী শুরু হয়নি। কোভিড সেই সময় চিনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
আগামী মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হবে। বুধবার ঘোষণা করা হবে রসায়নে নোবেল প্রাপকের নাম। সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষিত হবে বৃহস্পতিবার। শান্তিতে নোবেল প্রাপকের নাম জানা যাবে শুক্রবার। অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম জানা যাবে আগামী সোমবার।