Home চট্টগ্রাম চিটাগাং উইম্যান চেম্বারের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চিটাগাং উইম্যান চেম্বারের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৬ ফেব্রুয়ারি হালিশহরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী “ফুড প্রোডাকশন ফর ক্যাটারিং বিজনেস” শীর্ষক প্রশিক্ষণ কোর্স।

ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগ এর সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় চট্টগ্রামের ৪৩ টি ওয়ার্ডে মহিলাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তেলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছি। তিনি ভবিষ্যতে এই কর্মকান্ডকে গতিশীল রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য অনুষ্ঠানের বিশেষ অতিথি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমানকে অনুরোধ জানান।

ড. মোঃ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন চট্টগ্রামের নারীরা অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশী কর্মঠ। এই অঞ্চলের নারীদের উন্নয়নে এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কর্মকান্ডকে এগিয়ে নিতে এসএমই ফাউন্ডেশন সব সময় সহযোগিতা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক ও পরিচালক রেবেকা নাসরিন ও পরিচালক বেবী হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মো. মমিনুল ইসলাম।

-সংবাদ বিজ্ঞপ্তি