Home চেম্বার চিটাগাং চেম্বারে জেটরো প্রতিনিধিদল

চিটাগাং চেম্বারে জেটরো প্রতিনিধিদল

চিটাগাং চেম্বার পরিচালকদের সাথে জেটরো প্রতিনিধিদল

 

আজ রবিবার ২৩ ফেব্রুয়ারি সকালে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন  ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এ সময় চেম্বার পরিচালকবৃন্দ সৈয়দ জামাল আহমেদ, এস. এম. আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, সৈয়দ মোহাম্মদ তানভীর ও সাবেক পরিচালক হাবিব মহিউদ্দিন, প্রতিনিধিদলের অন্যান্য সদস্যবৃন্দ জেটরো, ঢাকার রিপ্রেজেন্টিটিভ কাজুনরি ইয়ামাদা, ডাইরেক্টর শেখ মোঃ শরিফুল আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার ইসরাত জাহান, লিগ্যাল কাউন্সেল’র ম্যানেজিং পার্টনার ওমর এইচ. খান, এ. ওহাব এন্ড কোম্পানীর ম্যানেজিং পার্টনার নুরুল ওহাব ও পার্টনার কাজী মাহবুব, চট্টগ্রাম এওটিএস এ্যালামনাই এসোসিয়েশন’র প্রাক্তন সভাপতি মোঃ ফিরোজ শাহ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে উভয়পক্ষ বাংলাদেশে বিদ্যমান জাপানী বিনিয়োগ, ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধিতে করণীয়, জাপানের বাজারে বাংলাদেশী বিভিন্ন পণ্য বিশেষ করে আরএমজি রপ্তানি বৃদ্ধি, এফটিএ সম্পাদনের সম্ভাব্যতা, আগামী মাসে প্রধানমন্ত্রীর জাপান সফরসহ দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

চেম্বার কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত অবহিত করা হয়। প্রতিনিধিদল এক্ষেত্রে বিশেষ করে দক্ষ নির্বাহী তৈরীতে সহযোগিতা করার কথা জানান। মতবিনিময় শেষে প্রতিনিধিদল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।-বিজ্ঞপ্তি