*নুরুন নেওয়াজ ইলেকশন বোর্ড চেয়ারম্যান
*মনোনয়নপত্র ২০ হাজার টাকা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ব্যবসায়ী-শিল্পপতিদের ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত চিটাগাং চেম্বার ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন চিটাগাং চেম্বারের ভোট।
চেম্বার সচিবালয় সূত্রে জানা যায়, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ নুরুন নেওয়াজ সেলিমকে চেয়ারম্যান করে ইলেকশন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর দু’জন সদস্য হলেন সরওয়ার হাসান জামিল এবং এবং ওয়াহিদ আলম।
২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ২১ মার্চ। আগামী ২ মে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩ মে থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ মে।
চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২০ মে।
ভোটে ৪ ক্যাটাগরিতে ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন। তাদের মধ্যে অর্ডিনরি গ্রুপে ১২ জন, এসোসিয়েট ক্লাসের ৬ জন, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩জন ট্রেড গ্রুপে ৩জন।
একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন পরিচালকদের ভোটে।
গত ৬ মার্চ অনুষ্ঠিত চেম্বারের বোর্ড সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল নির্বাচন প্রসঙ্গ। কিন্তু সাংসদ এম আবদুল লতিফ দেশের বাইরে থাকায় তা নিয়ে আর আলোচনা হয়নি। ইতিমধ্যে সাংসদ লতিফ দেশে ফিরেছেন। এরপর ভোটের দিন-ক্ষণ ঘোষনা করা হলো।
চলতি (২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ ) মেয়াদের পরিচালকদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। খোঁজ নিয়ে জানা গেছে, এদের কেউ কেউ দু’বছরে দু’য়েকবারের বেশি চেম্বারের সভায় উপস্থিত ছিলেন না। আবার কেউ কেউ একবারও উপস্থিত ছিলেন না।