বিজনেসটুডে২৪ ডেস্ক
আমেরিকার বিভিন্ন আদালতে সেনার তরফে দায়ের চিনের যে সব পড়ুয়াদের বিরুদ্ধে মামলা চলছে তা না তুলে নেওয়া হলে চিনে থাকা মার্কিন নাগরিকদের আটক করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিল চিন।
আমেরিকার সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমেরিকাকে নাকি এই বিষয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে বেজিং।
শনিবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে চিনের তরফে এই বার্তা আমেরিকার কাছে পাঠানো হচ্ছে। আমেরিকার অনেক সরকারি কর্মকর্তা সেটা জানেন। যদিও কারও নাম সেখানে উল্লেখ করা হয়নি। চিনের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, আমেরিকার বিভিন্ন কোর্টে চিনের পড়ুয়াদের বিরুদ্ধে যে মামলা চলছে তা যেন বন্ধ করা হয়। নইলে চিনে বসবাসকারী আমেরিকানদের আইন ভাঙার অপরাধে আটক করা হবে।
এই বিষয়েই গত ১৪ সেপ্টেম্বর আমেরিকার স্বরাষ্ট্র দফতরের তরফে একটি অ্যাডভাইজরি জারি করে মার্কিন নাগরিকদের চিনে যেতে নিষেধ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল আমেরিকা ও অন্যান্য দেশের নাগরিকদের আটক করে সেই দেশের উপর চাপ তৈরি করতে পারে চিন।
সম্প্রতি হোয়াইট হাউসের তরফে স্বরাষ্ট্র দপ্তরকে একটি ইমেল করে জানানো হয়েছে, চিনের সরকারের উপর চাপ তৈরি করতে, যাতে চিনে বসবাসকারী আমেরিকানদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চিনের সরকার না নিতে পারে। চিনে বসবাসকারী আমেরিকান ও অন্যান্য দেশের নাগরিকদের দেশ ছাড়ার ক্ষেত্রে যাতে কোনও রকমে নিষেধাজ্ঞা জারি না করা যায় এবং সবকিছু পরিষ্কার ও স্বচ্ছ ভাবে হয়, সেটাই আমেরিকার প্রাথমিক বিচার্য বিষয়। যদিও এই বিষয়ে ওয়াশিংটনে থাকা চিনা দূতাবাসের তরফে কিছু জানানো হয়নি।
এর আগে চিনের বিরুদ্ধে আমেরিকার উপর সাইবার হানার অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন। অভিযোগ করা হয়েছিল, আমেরিকার প্রশাসন ও সেনার অনেক গোপন নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বেজিং। তার জন্য টেকনোলজিকে হাতিয়ার করেছে তারা। তারপরেই টিকটক ও একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করার দাবিও ওঠে আমেরিকায়। যদিও চিনের তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।