Home First Lead চিনা ভ্যাকসিন সফল: মার্কিন জার্নাল

চিনা ভ্যাকসিন সফল: মার্কিন জার্নাল

বিজনেসটুডে২৪ ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন মেডিক্যাল জার্নালে ‘জার্নাল অব দি আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ চিনা সংস্থা সিনোফার্মের দু’টি ভ্যাকসিন করোনা রোধে ৭২.৮ এবং ৭৮.১ শতাংশ সফল বলে উল্লেখ করেছে।

জার্নালটির ২৬ মে সংখ্যায় এ তথ্য উল্লেখ করে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও জর্ডনে ৪০ হাজার ৮৩২ জন স্বেচ্ছাসেবকের ওপরে চিনা ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছিল। তাতে সন্তোষজনক ফল পাওয়া গেছে।

চিন অনেকদিন ধরেই দাবি করছে, কোভিডের ভ্যাকসিন বানিয়ে ফেলেছে তারা। এই প্রথমবার একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন মেডিক্যাল জার্নালে তাদের দাবির সত্যতা স্বীকার করা হল। হাঙ্গেরি, সার্বিয়া, সেশেলস ও পেরুর মতো দেশে ব্যাপকভাবে চিনা ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। এর আগে চিনা ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলির সমালোচনা করে বলা হয়েছিল, তারা আন্তর্জাতিক মহলকে যথেষ্ট তথ্য দেয়নি।

বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা কমছে। গত বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৩৭ হাজার ৬৭৮ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৫ লক্ষ ৬১ হাজার ১৩৭ জন।