Home কৃষি চিনিকল আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

চিনিকল আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

বিজনেসটুডে২৪ ডেস্ক:

চিনিকল আধুনিকায়নের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা করেছে বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা পরিষদের ডাকবাংলোর সামনের সড়কে মানববন্ধন ও পথসভা হয়।

মানববন্ধনে বাংলাদেশ আখচাষি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা বলেন, ‘ইতোমধ্যে সরকার দেশের ১০টি চিনিকল বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করেছে। শ্রমিকদের পাওনাসহ নানা বিষয়ের হিসাব নিচ্ছে। কিন্তু আমরা চিনিকল বেসরকারীকরণ নয়, আধুনিকায়ন চাই। কারণ, দীর্ঘ দিনের পুরোনো শিল্প চিনিকলের সঙ্গে জড়িয়ে আছে লাখো শ্রমিক ও হাজারো পরিবারের জীবন। সরকার শুধু লোকসানের কথা চিন্তা করলে হবে না, এতগুলো শ্রমিকের জীবনের কথাও ভাবতে হবে। শ্রমিকদের কর্মহীন না করে, এ খাতের আধুনিকায়ন করতে হবে।’

বাংলাদেশ চিনিকল শ্রমিক- কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও পাবনা সুগার চিনিকল শ্রমিক- কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জাম উজ্জ্বল সরদার, পাবনা চিনিকল শ্রমিক- কর্মচারী ওয়ার্কস ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা ও আখচাষি নেতা ও উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মুরাদ আলী মালিথা প্রমুখ বক্তব্য দেন।