Home আন্তর্জাতিক চিনের চাংচিন শহরে কঠোর লকডাউন

চিনের চাংচিন শহরে কঠোর লকডাউন

বিজনেসটুডে২৪ ডেস্ক

চিনের চাংচুন শহরে গত দু’বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে শুক্রবার। এ প্রেক্ষাপটে ৯০ লাখ মানুষের শহরটিতে লকডাউন দেয়া হয়েছে। সেখানে শুরু হয়েছে গণ টেস্টিং।

চাংচুন শহরটি জিলিন প্রদেশের রাজধানী। শিল্পোন্নত ওই শহরের বাসিন্দাদের বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য দু’দিন অন্তর বাড়ির একজন বাইরে বেরোতে পারবেন।

২০২০ সালের শুরুর দিকে চিনে দৈনিক কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন । তার পরে গত সপ্তাহে প্রথমবার দৈনিক সংক্রমণ পেরিয়েছে হাজারের গণ্ডি। মাত্র তিন সপ্তাহ আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০০ জনের কম।

শুক্রবার চিনে মোট ১৩৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাংহাই ও চিনের অন্যান্য গুরুত্বপূর্ণ শহর লকডাউনের দিকে এগুচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, করোনার ওমিক্রন ভ্যারিয়ান্টের জন্যই সংক্রমণ বেড়েছে।

শুক্রবার সাংহাই শহর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, সব স্কুল বন্ধ থাকবে। পড়াশোনা হবে অনলাইনে। শহরের একটি আমেরিকান স্কুলের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার স্কুল চত্বরে এসেছেন স্বাস্থ্যকর্মীরা। শিক্ষক ও ছাত্রছাত্রীদের কোভিড টেস্ট করা হয়েছে।বেজিং-এ কয়েকটি আবাসন আংশিক বা পুরোপুরি লকডাউন করা হয়েছে।

 

২০১৯ সালের শেষদিকে চিনে প্রথমবার করোনাভাইরাস চিহ্নিত করা হয়। এরপরে মাস টেস্টিং ও লকডাউনের মাধ্যমে সরকার করোনাকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনে। চিনের কেন্দ্রীয় আর্থিক নীতি প্রণয়নকারী সংস্থা জানিয়েছে, লকডাউন করলে অর্থনীতির ক্ষতি হবে। চিনের বিজ্ঞানীরাও বলেছেন, অন্যান্য দেশের মতো তাঁদের দেশের মানুষকেও করোনা নিয়েই বসবাস করা শিখতে হবে।