বিজনেসটুডে২৪ ডেস্ক
১৩৩ জন যাত্রী নিয়ে দক্ষিণ-পূর্ব চিনে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় যাত্রীদর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইতিমধ্যেই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, সোমবার চিনের ইস্টার্ন এয়ারলাইনসের ওই বিমানটি কুনমিং থেকে গুয়াংজুর দিকে যাচ্ছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আচমকাই বিমানটি গুয়াংজু প্রদেশের উপর ভেঙে পড়ে। যার জেরে সংলগ্ন পাহাড়ে আগুন ধরে গিয়েছে। সিসিটিভ ফুটেজে ধরা পড়েছে সেই চিত্র। বোয়িং-৭৩৭ চিনের ওই জেট বিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে উদ্ধারকারী দল।