কুড়িগ্রাম থেকে নয়ন দাস: চিলমারীতে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চিলমারীর কড়াই এলাকার স্বামী পরিত্যক্তা (২৪) নারীর সাথে পাশের অস্টমির চর ইউনিয়নের পশ্চিম ডাটিয়ার চর গ্রামের জমের আলী আকন্দের ছেলে সফিকুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে ইদের পরদিন (২২ জুলাই) বিকালে বিয়ের প্রলোভনে ওই নারীকে বাড়ী থেকে ডেকে নেয়। এরপর নৌকায় উঠিয়ে বেড়ানোর এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে রাত ৯টার দিকে কৌশলে বাড়ির পাশে নামিয়ে দিয়ে সটকে পরে।
এ ঘটনার পর নির্যাতনের শিকার ওই নারী নিজে বাদী হয়ে ২৪ জুলাই রাতে সফিকুলসহ তার ৫ সহযোগীর নামে চিলমারী থানায় মামলা দায়ের করে। রাতেই চিলমারী থানা পুলিশ ঢুষমারা থানা পুলিশের সহযোগিতায় সফিকুলকে একই উপজেলার অস্টমির চর ইউনিয়নের পশ্চিম ডাটিয়ার চর এলাকা থেকে গ্রেফতার করে।
অপরদিকে, নির্যাতিতা নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, মামলা পাওয়ার পরপরই ঢুষমারা পুলিশের সহযোগিতায় অভিযুক্ত সফিকুলকে গ্রেফতার করা হয়।