বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে দেশে চীনে উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিন (টিকা) জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
এর আগে রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমতি দেয় সরকার।
ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদন করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে করোনার টিকাদান কার্যক্রম চলছে। তবে টিকার নতুন সরবরাহ নিয়ে সংকট তৈরি হওয়ায় সরকার রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ ও চীনের সিনোফার্মের টিকা আনার উদ্যোগ নেয়।