বিজনেসটুডে২৪ডেস্ক
ফের করোনা ঝড় আছড়ে পড়েছে চিনে। সংক্রমণ কমে যাওয়ার দাবি করলেও সোমবার চিনের সরকারি সূত্র জানাচ্ছে, মূল ভূখণ্ডে একদিনেই প্রায় ১০০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সংকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবারই চিনে ৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। ঠিক পরদিন রবিবার সেই সংখ্যা বেড়ে হয় ১০৮। ফের ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে চিনে।
নতুন করে একদিনে এই সংক্রমণের রেকর্ডে রীতিমতো উদ্বেগে চিনের স্বাস্থ্যমন্ত্রক। সে দেশের ন্যাশনাল হেলথ কমিশনের রিপোর্ট বলছে, নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দার সংখ্যা কম, বেশিরভাগই বিদেশ ফেরত। তাছাড়া ভাইরাস সংক্রমণের উপসর্গ নেই (Asymptomatic) এমন মানুষজনের থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, উপসর্গ নেই এমন মানুষজনের সংখ্যা আগের থেকে কমলেও, অন্তত ৬১ জন এমন রয়েছেন যাঁদের থেকে সংক্রমণ আরও অনেকজনের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানাচ্ছে, গত ৬ মার্চের পরে এই প্রথম চিনে এক দিনে এত জন করোনায় সংক্রমিত হলেন। রিপোর্ট বলছে, নতুন আক্রান্তদের অধিকাংশই চিনের বাণিজ্যিক কেন্দ্র সাংহাই ও তার আশপাশে ছড়িয়ে রয়েছে। এই সংক্রামিতদের অধিকাংশই বিদেশ ফেরত বলেই দাবি চিনের স্বাস্থ্যমন্ত্রকের। বলা হয়েছে, আক্রান্ত ৫৬ জনের মধ্যে ৪৯ জনই রাশিয়া থেকে সম্প্রতি চিনে ঢুকেছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, রাশিয়ার সীমান্তবর্তী চিনের শহরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হেইলংজিয়াং প্রদেশে যে ২১ জন সংক্রমিত হয়েছেন, তাঁরাও সকলে রাশিয়া থেকে দেশে ফিরেছিলেন বলে জানিয়েছে চিন।
সরকারি তথ্যে সংক্রামিত ও মৃতের সংখ্যার যে হিসেব বেজিং দেখিয়েছে, সেখানে এখনও অবধি আক্রান্তের মোট সংখ্যা ৮২,১৬০। সংক্রমণে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ৩,৩৪১। সংক্রমণ ক্রমশই কমছে বলে দাবি করে হুবেই প্রদেশের লকডাউনও তুলে নেয় চিন। অথচ আন্তর্জাতিক মহলে কানাঘুষো শুরু হয়, সরকারি তথ্যে বাস্তবিক ছবিটা আড়াল করছে চিন।