Home কর্পোরেট চীনে বিলেট রপ্তানি করবে জিপিএইচ

চীনে বিলেট রপ্তানি করবে জিপিএইচ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চীনে ২৫ হাজার টন বিলেট রপ্তানি করবে ইস্পাত খাতের তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৮৬ কোটি টাকা। প্রথমবারের মতো চীনে এমএস বিলেট রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশ থেকে আমরাই প্রথম চীনে বিলেট রপ্তানি করছি। এটি আমাদের জন্য রপ্তানি বাজার খুলে দিয়েছে। আশা করছি, সামনের দিনগুলোয় বাংলাদেশ থেকে চীনে বিলেট রপ্তানির পরিমাণ আরো বাড়বে।

সর্বশেষ সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জিপিএইচ ইস্পাতের বিক্রি দাঁড়িয়েছে ৭৮৪ কোটি টাকায়। এর আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৮৮৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি টাকা, যেখানে এর আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৫৬ কোটি টাকা।

২০১৯-২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৯ পয়সা।