Home আন্তর্জাতিক মার্কিন ৭ শিল্পপ্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

মার্কিন ৭ শিল্পপ্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

বিজনেসটুডে২৪ ডেস্ক:

জানুয়ারি ১৫: চীনের বাণিজ্য মন্ত্রণালয় ৭টি মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এগুলোকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সব শিল্পপ্রতিষ্ঠান তাইওয়ান অঞ্চলের কাছে সামরিক অস্ত্র বিক্রি করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ৭টি মার্কিন শিল্পপ্রতিষ্ঠান চীনের সাথে আমদানি ও রপ্তানির কার্যক্রম করা, চীনে এসব শিল্পপ্রতিষ্ঠানের নতুন পুঁজি বিনিয়োগ করা, এ সব শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের চীনে প্রবেশ করার নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং এ সব শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের চীনে কাজের অনুমতি এবং বসবাসের অনুমতি বাতিল করা হবে।

চীনা মুখপাত্র জানিয়েছেন যে, সম্প্রতি চীনের তাইওয়ান অঞ্চলের কাছে ব্যাপক সামরিক অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এটি গুরুতরভাবে একচীন নীতি, চীন-মার্কিন তিনটি ইশতেহার আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। উপকূলীয় ইলেকট্রনিক্সসহ ৭টি মার্কিন শিল্পপ্রতিষ্ঠান চীনের দৃঢ় প্রতিবাদ উপেক্ষা করে তাইওয়ানের কাছে সামরিক অস্ত্র বিক্রি করেছে, তথাকথিত সামরিক প্রযুক্তি সহযোগিতা করেছে, তা চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে গুরুতর লঙ্ঘন করেছে।

চীন দৃঢ় মনোভাবে অবিশ্বস্ত সত্তার তালিকা নির্ধারণ করে এবং আইন অনুসারে চীনের স্বার্থ লঙ্ঘনকারী বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানকে চীনে পুঁজি বিনিয়োগ করতে স্থিতিশীল, ন্যায়সম্মত ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে বেইজিং, তবে তাদের চীনের আইন মেনে চলতে হবে।