Home First Lead চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেম্বার সভাপতি মাহবুবের বাজার মনিটরিং

চট্টগ্রামে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেম্বার সভাপতি মাহবুবের বাজার মনিটরিং

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম পরিদর্শনকালে বলেন- ‘সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বাজার মনিটরিং এর এই উদ্যোগ গ্রহণ করেছি। প্রত্যেক দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা ভোক্তা সাধারণের দৃষ্টির মধ্যে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিছু কিছু দোকানে অসঙ্গতি পরিলক্ষিত হয় যার প্রেক্ষিতে তাঁদেরকে সতর্ক করা হয়েছে।’

চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ০৬ এপ্রিল সকালে চট্টগ্রাম মহানগরের কাজির দেউড়ী কাঁচা বাজার ও রিয়াজউদ্দিন বাজারে মনিটরিং করেন। পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও তানভীর মোস্তফা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মোঃ দিদার হোসেন, কাজির দেউড়ী কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল ও রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনিটরিংকালে চেম্বার সভাপতি বাজারের বিভিন্ন মুদি দোকান, মাংস, মুরগি, মাছ, সবজি ও ফলমুলের দোকান পরিদর্শন করেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম পরিদর্শনকালে বলেন-সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বাজার মনিটরিং এর এই উদ্যোগ গ্রহণ করেছি। প্রত্যেক দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা ভোক্তা সাধারণের দৃষ্টির মধ্যে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিছু কিছু দোকানে অসঙ্গতি পরিলক্ষিত হয় যার প্রেক্ষিতে তাঁদেরকে সতর্ক করা হয়েছে। আমরা মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন ঠিক রাখা জরুরী। রমজান থেকে শুরু করে আগামী ঈদ-উল-আযহা পর্যন্ত যাতে কোন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে পণ্য পরিবহনের পথে যাতে কোনরূপ বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। আমরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সকল পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। পাশাপাশি ভেজাল পণ্য রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন-দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে থাকি। বর্তমানে পণ্য সরবরাহের কোন ঘাটতি নেই। তাই পাইকারী ও খুচরা বিক্রয়ের মধ্যে খুব বেশী পার্থক্য যাতে না থাকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ প্রসংগে উল্লেখ্য, আগামীকাল (৭ এপ্রিল ২০২২ইং) সকালে টেরিবাজার ও খাতুনগঞ্জে বাজার পরিদর্শন করবেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।