Home Second Lead চেম্বারের বিবৃতি: ঔষধ, সুরক্ষা সামগ্রীর কৃত্রিম সংকট রোধ করুন

চেম্বারের বিবৃতি: ঔষধ, সুরক্ষা সামগ্রীর কৃত্রিম সংকট রোধ করুন

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের দু’দফা আহ্বানের পর এবার চিটাগাং চেম্বারও বিবৃতি দিয়ে আহ্বান জানালো ঔষধসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রীর কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধি না করতে।

নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ খোরশেদে আলম সুজন গত এক মাসে দু’দফায় বিবৃতি দিয়ে আহ্বান জানিয়েছে সুরক্ষা সামগ্রীর সিন্ডিকেট ভেঙ্গে দেয়া এবং জীবন রক্ষাকারী অক্সিজেন ও পর্যাপ্ত ঔষধ সরবরাহের জন্য। কিন্তু তারপরও বেপরোয়া এসব জিনিষের ব্যবসায়ীরা। এ অবস্থার মধ্যে রবিবার চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম-এর বিবৃতিটি এল। বলা হয়,  কিছু অসাধু ব্যবসায়ী এই সংকটকালীন সময়েও মানবিকতা ভুলে গিয়ে মানুষের প্রয়োজনকে জিম্মি করে খুব সহজলভ্য ঔষধেরও কৃত্রিম সংকট তৈরী করে ৩/৪ গুণ বেশী দামে বিক্রি করছে অতিরিক্ত মুনাফা লাভের আশায়। শুধুমাত্র ঔষধ ব্যবসায়েই নয় বিভিন্ন খাতে ব্যবসায়ীদের মাঝে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জরুরী ঔষধ, কাঁচামাল ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাসো হয়। বিবৃতিতে সকল পরিস্থিতি মোকাবেলা, সংক্রমণরোধে জনগণের জীবন যাত্রার নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেসামনে থেকে নেতৃত্ব প্রদান ও কাজ করায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীসহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। অসাধু তৎপরতা, সিজনাল ব্যবসায়ী ও অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের প্রতিরোধে নজরদারী বৃদ্ধির আহ্বান জানান চেম্বার সভাপতি।