Home সারাদেশ চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেটকারে গাঁজা পাচার

চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেটকারে গাঁজা পাচার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কিশোরগঞ্জ: একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেট কারে করে গাঁজা পাচারের সময় কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব-১৪ এর সিপিসি-৩, ভৈরব ক্যাম্প অভিযান পরিচালনা করে মো. মোরশেদ মিয়া (৩১) ও মো. শামীম (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় প্রাইভেট কার থেকে সাড়ে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ভৈরবের নাটাল মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে প্রাইভেট কার ভর্তি এসব গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. মোরশেদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আহমেদাবাদ গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এবং মো. শামীম ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মো. মোরশেদ মিয়া ও মো. শামীম উভয়েই মাদক ব্যবসায়ী। তারা অবৈধভাবে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে এবং টিভি চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেট কার ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভৈরবের নাটাল মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে র‌্যাব একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেট কার আটক করে। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সাড়ে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।