বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর হত্যার শুটার মাসুম ২০১১ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকেও গুলি করে হত্যা চেষ্টা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি এই কথা জানিয়েছেন।
সাবেক ছাত্রদল নেতা গোলাম জাকারিয়ার সঙ্গে দ্বন্দ্বে ২০১১ সালের ৫ এপ্রিল শান্তিনগর ইস্টার্ন মার্কেটের পেছনে তাকে গুলি করা হয়। জাকারিয়া ছাড়াও এ মামলার আসামি তাঁর দুই সহোদর সবুজবাগ থানা ছাত্র সমাজের সাবেক সাবেক সভাপতি গোলাম কিবরিয়া এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম শাহরিয়া।
সম্প্রতি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু হত্যার অভিযোগে মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সে টিপু হত্যার কথা স্বীকার করেছে। ছাত্রদল নেতা হাবিবকে হত্যার জন্যও মাসুম গুলি চালিয়েছিল। সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া তাকে ভাড়া করেন। প্রকাশ্যে দিবালোকে হাবিব হত্যা চেষ্টার সময় কিবরিয়া ও শাহরিয়ার সঙ্গে ছিলেন মাসুম।
জানা গেছে, মাসুম মোহাম্মদ আকাশ প্রায় ১৫ বছর আগে কিবরিয়া ও জাকারিয়ার হাত ধরে অপরাধজড়তে জড়িয়ে পড়েন। ২০০৭ সালে ২৪ অক্টোবর কদমতলা ব্রীজের সামনে নৃশংসভাবে সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শরিফকে হত্যা করা হয়। ওই মামলার এজাহারভূক্ত প্রধান আসামি মাসুম। এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ছিলেন জাকারিয়ারা তিন ভাই।
ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম নিজেই গুলি করেছেন বলে স্বীকার করেছেন। তবে তিনি কার নির্দেশে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেসব বিষয়ে সন্তোষজনক জবাব দেয়নি। আরো বলেন, শুধু মামলা থেকে অব্যাহতির কারণে গুলি করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম দাবি করলেও সেটি যৌক্তিক মনে হয়নি। তাঁকে আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মাসুম নিখুঁত শুটার, ঠাণ্ডা মাথার খুনি জানিয়ে তদন্ত সংশ্লিষ্ট ডিবির আরেক কর্মকর্তা বলেন, তাকে যারা ব্যবহার করেছেন, তারা আরো ভয়ংকর। এ জন্য এই হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ জানা যাচ্ছে না।