ঢাকা,০৬ জানুয়ারি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। ফরেনসিক পরীক্ষায় আলামত পাওয়া গেছে ধর্ষণের।
মেয়েটির বাবা মামলাটি দায়ের করেছেন একজনকে আসামি করে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, একজনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামির নাম প্রকাশ করা হচ্ছে না।
থানা পুলিশের পাশাপাশি ডিবি এবং র্যাব ঘটনা তদন্ত করছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে পুলিশ আলামত সংগ্রহ করেছে।
গুলশান বিভাগের ডিসি সুদিপ চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সন্দেহভাজন আলামত হিসেবে ভিকটিমের পরিধেয় বস্ত্র, বিশ্ববিদ্যালয়ের বই, বিভাগের প্রসপেক্টাস, চাবির রিং, একটি কালো গ্যাবার্ডিনের প্যান্ট, স্যানিটারি ন্যাপকিন, একজোড়া স্যান্ডেল (পুরুষের), ঘড়ি, ইনহেলার ও স্পাইরাল মেশিন পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ জানান, ধর্ষণের আলামত পাওয়া গেছে। গলায় নখের আচড় ও হাতেপায়ে আঘাতের চিহ্ন রয়েছে। খোঁচা লাগার দাগ রয়েছে পায়ে। চিকিৎসার জন্য গাইনি বিভাগের অধ্যাপক সালমা রউফের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিচ্ছেন ছাত্রীটি।
ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে যাওয়ার পর তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ঐ ছাত্রী।
বিজনেসটুডে২৪ ডেস্ক