ঢাকা: ডোমিনিকান রিপাবলিকের একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। সব নিহতের মৃতদেহ তাদের প্রিয়জনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার নৈশক্লাবে ছাদধসের এ দুর্ঘটনা ঘটে।
ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর আতাল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, গত মঙ্গলবার ভোরে জেট সেট ক্লাবের ভেতরে এই দুর্ঘটনায় ২২১ জন নিহত এবং আরো চারজন হাসপাতালে মারা যায়।
গতকাল শনিবার এক কোস্টারিকান নাগরিকের মৃত্যু হয়েছে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এর ফলে মৃতের সংখ্যা ২২৬ জনে দাঁড়িয়েছে। যদিও আতাল্লাহ সতর্ক করেছিলেন যে অন্যান্য গুরুতরভাবে দগ্ধ ব্যক্তিরা এখনও হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছেন।
ক্লাবটিতে ঘটে যাওয়া এই বিপর্যয়, যা ক্যারিবীয় দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি। মেরেঙ্গুয়ে গায়ক রুবি পেরেজকে দেখতে কয়েক’শ লোক জড়ো হয়েছিল।
৬৯ বছর বয়সী এই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। গত বৃহস্পতিবার জাতীয় থিয়েটারে তাকে শেষ বিদায় জানানো হয়। যেখানে প্রেসিডেন্ট লুইস আবিনাদার এবং গায়িকার মেয়ে জুলিঙ্কা উপস্থিত ছিলেন, যিনি এই দুর্যোগ থেকে বেঁচে যান।
২০০৫ সালে পূর্বাঞ্চলীয় শহর হিগুয়েতে এক কারাগারের অগ্নিকাণ্ডে নিহত ১৩৬ জন বন্দীর সংখ্যাকে ছাড়িয়েছে ছাদ ধসে মৃতের সংখ্যা।
প্রেসিডেন্টের কার্যালয় আগে জানিয়েছিল যে নাইটক্লাবের ধ্বংসস্তূপ থেকে ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সূত্র:বাসস