বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও (৯ অক্টোবর) টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।
গত ১৫ দিন ধরেই ছুটির দিনসহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা।
শুক্রবার সকাল ১০টা থেকে টিকিট রি-ইস্যু শুরু করেছে প্রতিষ্ঠানটি। সকাল থেকে টিকিট প্রত্যাশীরা এসে পৌঁছান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শুক্রবার টিকিট নিতে এসেছেন।
সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে আগে টিকিট দেওয়া হচ্ছে।
গত ৪ অক্টোবর টোকেন দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্রে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশী মানুষের। তখন সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে সোমবার (৫ অক্টোবর) থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেওয়া হবে।