Home জাতীয় ছুটি শেষ, অফিস-আদালত খুলছে রবিবার

ছুটি শেষ, অফিস-আদালত খুলছে রবিবার


বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। 
রবিবার থেকে খুলছে অফিস-আদালত। ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও খোলা থাকবে কাল থেকে।
ঈদের ছুটি শেষে রবিবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন অফিস করবেন। 
আর গ্রামে ঈদ করতে যাওয়া পেশাজীবীদের ঢাকায় ফেরা কঠিন হবে। কারণ যানবাহন চলাচল বন্ধ। এখনও কঠোর লকডাউন চলছে।
সরকারি-বেসরকারি কর্মকর্তাদের কর্মস্থলেই ঈদ করার নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। 

এদিকে, আজ শনিবার মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা শাহ আলী  নামের একটি ফেরিতে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়।

ঈদের পরদিনও দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে শাহ আলী যা  দৌলতদিয়ার ৫নং ঘাটে এসে পৌঁছায়। আর সেখানে দেখা যায় ফেরিতে তিল পরিমাণ কোনো জায়গা ফাঁকা নেই। ফেরিতে মাত্র ৫-৬টি অ্যাম্বুলেন্স ও অনেকগুলো মোটরসাইকেল, এসেছে যাত্রীভর্তি ২টি ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।

পাটুরিয়া ঘাট থেকে আসা যাত্রী সোহেল রানা বলেন, ঈদের আগে প্রচুর ভিড় থাকায় বাড়ি যাইনি। তাই ভাবলাম ভিড়টা কমলে বাড়ি যাবো তাই আজ বাড়ির দিকে যাওয়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে, তবে যাত্রীর কিছুটা চাপ রয়েছে। যাত্রী ও যানবাহন ভালোভাবেই ঘাট পার করতে পারছে তেমন সমস্যা হচ্ছে না।