Home আন্তর্জাতিক ছেলেকে বাঁচিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন কুস্তিগির গাসপার্ড

ছেলেকে বাঁচিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন কুস্তিগির গাসপার্ড

গাসপার্ড

বিজনেসটুডে২৪ ডেস্ক

লকডাউনে ক্যালিফর্নিয়ার সমুদ্র সৈকতে সাঁতার কাটছিলেন গাসপার্ড ও তাঁর ১০ বছরের ছেলে। হঠাৎ স্রোত তীব্র হওয়ায় ভেসে যেতে থাকেন দু’জনে। সৈকতে উপস্থিত লাইফগার্ড কেনিচ হ্যাসকেট বাঁচানোর চেষ্টা করলেও, দু’জনকে বাঁচানো সম্ভব ছিল না। সে সময়ই লাইফগার্ডের উদ্দেশ্যে গাসপার্ড বলেন, ‘শুধু আমার ছেলেকে বাঁচান!’ সেইমতো ছেলে আরিয়েহকে বাঁচিয়ে ১ মিনিটের মধ্যে শ্যাডকে খুঁজতে স্রোতে ফেরেন হ্যাসকেট। তবে ততক্ষণে তলিয়ে গিয়েছেনডব্লিউডব্লিউইর সাবেক কুস্তিগির।

গত রবিবার ক্যালিফর্নিয়ার সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। নিখোঁজ গাসপার্ডের সন্ধান চলছিল এরপর থেকেই। তিন দিন পর গত বুধবার ৩৯ বছর বয়সী গাসপার্ডের মৃত দেহ পাওয়া যায় লস এঞ্জেলেসের ভ্যানিস বিচে।