Home পণ্যবাজার স্থলপথে ছোলা আমদানি প্রচুর, দাম কমেছে

স্থলপথে ছোলা আমদানি প্রচুর, দাম কমেছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: রমজান মাসের বাড়তি চাহিদার কারণে হিলি স্থলবন্দর দিয়ে ছোলা আমদানি বেড়েছে। দামও নিম্নমুখী। খুচরা বাজারে প্রতিকেজিতে দাম কমেছে ২০ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত। বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি ছোলা ৯৮-৯৯ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা কমে কেজিতে ৯৪ টাকায় নেমে এসেছে।

ছোলা আমদানি হচ্ছে ভারত থেকে। সারাবছর এই পণ্যটি আমদানি হয়। প্রতিদিন দুই এক ট্রাকের বেশি আসে না। কিন্তু রোজার মাস শুরু হওয়ার আগে খেকে আমদানি বেড়েছে। প্রতিদিন ১০ ট্রাক থেকে ১২ ট্রাকভর্তি ছোলাবুট ওপার থেকে স্থলবন্দরে ঢুকছে। আমদানি বৃদ্ধি পাওয়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সপ্তাহ খানেক আগেও বাজারে কেজি ছিলো ১২৫ টাকা। বর্তমান বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে।

হিলি বাজারে ছোলা কিনতে আসা জনৈক আবদুল হক বলেন, রমজান মাসে ছোলার প্রয়োজন বেশি হয়। বিশেষ করে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলার চাহিদা অধিকতর। বাজারে দাম নিম্নমুখী। এর আগে ১২০ টাকা কেজি ছিল। এখন ১০০ টাকা কেজি ।

হিলি বাজারের ছোলা বুট ব্যবসায়ীরা জানান, ভারত থেকে ছোলা আমদানি হচ্ছে।  অন্যান্য দেশ থেকেও ছোলা আমদানি হচ্ছে।  রমজান মাসের বাড়তি চাহিদা পূরণে অধিক পরিমাণে আমদানি হয়েছে। কেজি ১০০ টাকা থেকে ১০৫ টাকা প্রকারভেদে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকগ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, পবিত্র মাহেরমজানে বাজারে ছোলা বুটের দাম কম এবং স্বাভাবিক রাখতে ভারত থেকে পর্যাপ্ত ছোলা আমদানি করা হচ্ছে। কয়েক মাস আগেও এই বন্দরে দিনে এক থেকে দুই ট্রাক ছোলা আমদানি হতো। বর্তমান রমজানকে ঘিরে প্রতিদিন ১০ থেকে ১২ ট্রাক ছোলা বুট আমদানি হচ্ছে।  এ কারণে খুচরা বাজারে কমে গেছে ছোলার দাম।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, সাম্প্রতিককালে এইপথে ছোলা আমদানি বৃদ্ধি পেয়েছে। শুল্কমুক্ত ভাবে পণ্যটি আমদানি হচ্ছে। কাস্টমসের সকল কার্যক্রম দ্রুততার সাথে শেষ করে পণ্যটি ছাড়করণ করা হচ্ছে।