বিজনেসটুডে২৪ ডেস্ক: নায়ক সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমার প্রথম গান ‘জনম জনম’ মুক্তি পেয়েছে। গানটি মুক্তি পাওয়ার পর থেকে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।
রোমান্টিক ঘরানার এই গানটিতে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম-দীঘির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই সিয়ামকে তার আগের ‘চকলেট হিরো’ রূপে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই জুটিকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেছেন।
‘জনম জনম’ গানটির কথা ও সুর দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এই গানের মাধ্যমে তারা প্রথমবারের মতো কোনো সিনেমার আবহ সংগীতে কাজ করলেন। সঙ্গীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল।
‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদকে বিভিন্ন লুকে দেখা যাবে বলে জানা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম এবং এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।