Home Second Lead জঙ্গি সম্পৃক্ততায় ৪ছাত্রসহ ৭ জন গ্রেপ্তার

জঙ্গি সম্পৃক্ততায় ৪ছাত্রসহ ৭ জন গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চার ছাত্রসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ঢাকার আশেপাশের এলাকা গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, এ বিষয়ে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।