Home রাজনীতি আদিতমারী ও কালীগঞ্জে জনতার দলের কার্যালয় উদ্বোধন

আদিতমারী ও কালীগঞ্জে জনতার দলের কার্যালয় উদ্বোধন

মো. গোলাপ মিয়া, লালমনিরহাট: ‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগানে আজ বৃহস্পতিবার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জনতার দলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
লালমনিরহাট ২ আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপির পুত্র, বাংলাদেশ জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল দুই  উপজেলায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন।
আদিতমারী উপজেলায় কার্যালয় উদ্বোধন শেষে  ৮ টি  ইউনিয়নের নেতাকর্মিরা মোটরসাইকেলের বহর নিয়ে ভাদাই ইউনিয়ন, মহিষখোচা ইউনিয়ন, পলাশী ইউনিয়ন, সাপ্টিবাড়ী, ইউনিয়ন, সারপুকুর ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন, ভেলাবাড়ী ইউনিয়ন , কমলাবাড়ী ইউনিয়ন হয়ে  কালীগঞ্জ উপজেলার  শিয়াল খাওয়া , চাপার হাট, চন্দ্রপুর, চামটার হাট, ভুল্লারহাট, দলগ্রাম, ভোটমারী, কাকিনাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে বাংলাদেশ জনতার দলের  কার্যালয় উদ্বোধন করেন। এ সময় দুই উপজেলার সর্বস্তরের জনগণ মটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।