Home আন্তর্জাতিক জনসংখ্যা  কমছে সিঙ্গাপুরে

জনসংখ্যা  কমছে সিঙ্গাপুরে

জনসংখ্যা  কমছে সিঙ্গাপুরে। এক বছরে প্রায় ১৮ হাজার কমে গেছে।

বিশ্বের নিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুর।  বিদেশিরাই জনসংখ্যা বাড়াতে ভূমিকা রেখেছে। গত ২০ বছরে সেখানে বিদেশি জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

বার্ষিক জনসংখ্যা প্রতিবেদনে মোট জনসংখ্যা প্রায় ৫৭ লাখ। আগের বছরের তুলনায় তা .৩ শতাংশ কম।  এর মধ্যে বিদেশিদের সংখ্যা ২ শতাংশ কমে প্রায় সাড়ে ১৬ লাখে ।

এশিয়ায় ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র সিঙ্গাপুর করোনার কারণে অর্থনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছে। সরকারি হিসাবে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ৫ থেকে ৭ শতাংশ কমে যেতে পারে।

এ অবস্থায় বিদেশিরা দূরে থাক নিজেদের বাসিন্দাদেরই কর্মসংস্থান নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে সরকার। স্থানীয়দের চাকরি নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি নিয়োগে নানা কড়াকড়িও আরোপ করা হয়েছে।

অবশ্য এ নিয়ে সরকারের মধ্যেই ভিন্নমত রয়েছে। কারণ, এর ফলে দীর্ঘমেয়াদে ব্যবসা-বাণিজ্যের আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক