বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা হবে না বলে ঘোষণা দিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। আগামীকাল ১১ আগস্ট মঙ্গলবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুধু ধর্মীয় বিধি মেনে পূজা-প্রার্থনার মধ্যদিয়ে উদ্যাপিত হবে।
আজ ১০ আগস্ট (সোমবার) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে বলেন, স্বাস্থ্যবিধি মেনে করোনাকালে সব আয়োজনই হবে সীমিত পরিসরে। করোনা থেকে সুরক্ষায় সারাদেশে রাজপথে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন শুধু মন্দিরে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে।
জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে সারাদেশে মহানগর, জেলা ও উপজেলায় করোনাকালীন হতদরিদ্র, নিম্ন মধ্য বিত্ত অসহায় পরিবারের মাঝে ও অনাথালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে এবং চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাবেক সভাপতি ও রাউজান পৌর মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন কান্তি দাশ ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের কার্যকরি সভাপতি ডা. মনোতোষ ধর, কেন্দ্রীয় সহ-সভাপতি শিল্পপতি অলক দাশ, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ, বিপ্লব কুমার চৌধুরী, অর্থ সম্পাদক রতন আচার্য্য, সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, ডা. কথক দাশ, পাঠাগার ও গ্রন্থাগার সম্পাদক শিবু প্রসাদ দত্ত, উপ-প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, রুমকি সেনগুপ্ত, প্রকৌশলী সুভাষ গুহ, প্রকৌশলী সঞ্জিব বৈদ্য, লিপটন দেবনাথ লিপু প্রমুখ।
জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত মাঙ্গলিক অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ১১ আগস্ট সকাল ১০টায় বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্যসামগ্রী বিতরণ, সন্ধ্যা ৭টায় গীতাপাঠ ও সন্ধ্যারতি, ৮টায় দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা। ১২ আগস্ট সন্ধ্যা ৭টায় গীতাপাঠ ও সন্ধ্যারতি, ৮টায় পঞ্চতত্ত্ব ভজন ও নামসবিংকীর্ত্তন। ১৩ আগস্ট দুপুর ১২টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণের ভোগ ও পূজা, সন্ধ্যা ৭টায় গীতাপাঠ, সন্ধ্যারতি ও নামসংকীর্ত্তন।