জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ৬২১টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ মেধাতালিকার ভর্তি ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। ৩০ জানুয়ারি পর্যন্ত মনোনীত বিভাগে কাগজপত্রাদি জমা দিতে হবে এবং ৩১ জানুয়ারি ডিন অফিসে স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধের আবেদন করা যাবে।
ষষ্ঠ মেধাতালিকায় বিজ্ঞান (এ) ইউনিটে ৩৭১৮ মেধাক্রম থেকে ৪১৫০ মেধাক্রম পর্যন্ত, মানবিক (বি) ইউনিটে ১৬৫১ মেধাক্রম থেকে ১৭৭৪ মেধাক্রম পর্যন্ত এবং বাণিজ্য (সি) ইউনিটে ১১২৬ মেধাক্রম থেকে ১১৯২ মেধাক্রম পর্যন্ত বিষয় মনোনীত হয়েছেন।
এছাড়াও বিজ্ঞান (এ), মানবিক (বি) ও বাণিজ্য (সি) ইউনিটে পঞ্চম মাইগ্রেশন তালিকা এবং কোটায় ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা ও অন্যান্য সকল কোটায় ভর্তির জন্য মনোনীতদের ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি নিজ নিজ বিভাগে জমা দিতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি ইউনিটে মোট ২ হাজার ৭৬৫টি আসন রয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা নগদ, রকেট কিংবা শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন।