রুবাইয়া নাসরিন মিলি
বরিশাল এর মেহেন্দিগঞ্জ উপজেলায় উলানিয়া জমিদার বাড়ি । ট্রলারে করে আমরা ভোলা থেকে পৌছালাম মেহেন্দিগঞ্জ বাজারে।আর দশটা গ্রাম্য বাজারের মতই এর চেহারা ।কাঠের বেঞ্চ এর মত টেবিলে সিঙ্গারা পুরি সাজানো। খুব একটা ক্রেতা নাই।
বাজার পার হয়ে হাটতে হাটতে আমরা পৌছে গেলাম জমিদার বাড়ির দ্বারপ্রান্তে । বাড়ির বাইরে বিশাল পুকুর।
হাঁসেরা মনের সুখে সাঁতরে বেড়াচ্ছে।
পুকুর পারে জমিদার বাড়ির মসজিদ।
আর পেছনে পারিবারিক কবরস্থান। পাশের পথ ধরে আমরা এগিয়ে গেলাম বাড়ির ভিতর।
আহা ! এক সময় নিশ্চয় এখানে অনেক শান শওকত ছিল। আজ ইটগুলো দাঁত বের করে আছে।
এখানে ছিল খাদ্য ভান্ডার।
আর পানির আধার।
বাড়ির ভিতরের পুকুর ঘাটের চেহারাও শ্রীহীন ।
এক মিস্টি মেয়ে শান বাধানো ভাঙ্গা ঘাটে আপন মনে কাপড় ধুচ্ছিল আর হাসেরা খেলছিল নিজের মনে।
ভিতরে একটা ছোট ঘর ,কেমন যেন গা ছমছমে ভাব।
ভাল করে দেখলেই বোঝা যায় এক সময় ক্ষমতাশালীরাই হেটে বেড়াতেন এই আঙ্গিনায়।
নতুন করে একটা ভবন তোলা হয়েছে বেড়াতে আশা জমিদারের বংশ ধরদের জন্য।
ঘুরে ফিরে বেড়িয়ে এলাম ভাঙ্গা তোরণ দিয়েই।