Home Uncategorized জলাবদ্ধতায় নিখোঁজ সালেহর পরিবারকে ভরণ-পোষণের আশ্বাস মেয়রের

জলাবদ্ধতায় নিখোঁজ সালেহর পরিবারকে ভরণ-পোষণের আশ্বাস মেয়রের


অতি বর্ষণজনিত কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বুধবার সকালে মুরাদপুরে পায়ে হেঁটে চলার পথে পা পিছলে বড় নালায় পড়ে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী সালেহ আহমদের পরিবারের সাথে তার আছাদগঞ্জের কলাবাগনস্থ বাসভবনে গিয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দেখা করেন।

এই সময় তিনি নিখোঁজ সালেহ আহমদের স্ত্রী ও বড় ছেলে সাদেকুল্লাহ মাহিনসহ পরিবারে অন্য সদস্যদের সান্তনা দেন এবং মর্মান্তিক এই ঘটনাটির জন্য গভীর বেদনা ও দুঃখ প্রকাশ করেন।

এই সময় তিনি সালেহ আহমদের পরিবারকে আশ্বাস প্রদান করেন যে, তিনি পরিবারটির পাশে থাকবেন এবং পরিবারের ভরণ-পোষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আন্তরিকভাবে উদ্যোগী হবেন। এ সময় মেয়র মুঠো ফোনে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের প্রধানের সাথে নিখোঁজ সালেহ আহমদের উদ্ধারের বিষয়ে কথা বলেন এবং উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।-সংবাদ বিজ্ঞপ্তি