Home Third Lead অন্ধ্র অভিমুখে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

অন্ধ্র অভিমুখে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

বিজনেসটুডে২৪ ডেস্ক

থাইল্যান্ডের কাছে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ফেলেছে। আপাতত তা অবস্থান করছে বঙ্গোপসাগরে। আজ শনিবার উপকূলের দিকে এগিয়ে আসার কথা এই ঘূর্ণিঝড় জাওয়াদের।

শনিবার সকালের মধ্যেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে জাওয়াদ। এরপর স্থলভাগের কাছাকাছি কিছুটা অভিমুখ বদল হবে তার। উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে ওড়িশা উপকূল বরাবর সরে রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরী উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়। তবে সেটি স্থলভাগে আছড়ে পড়বে কী না, তা এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি ভারতের আবহাওয়া অফিস।